করোনামুক্ত হলেন আলিয়া ভাট

আপডেট: April 15, 2021 |
print news

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই করোনা জয়ের খবর জানান এই অভিনেত্রী। বুধবার (১৪ এপ্রিল) নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘এই একটা বিষয়েই নেগেটিভ আসা ভাল জিনিস’।

তার এই পোস্টে দিয়া মির্জা, অনিল কাপুর, সোফি চৌধুরীসহ অনেক বলিউড তারকা এবং তার বন্ধু-বান্ধব, ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। চলতি মাসের শুরুতেই করোনায় আক্রান্ত হন আলিয়া ভাট। সেই খবরও তিনি সোশ্যাল মিডিয়ায় জানান। তারপর থেকেই তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। চিকিৎসকদের সকল পরামর্শ পালন করছেন বলেও জানান এই অভিনেত্রী। করোনা আক্রান্ত হয়েও আলিয়া নিজেকে এবং নিজের ভক্তদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের মাধ্যমে করে গেছেন উৎসাহিত।

সম্প্রতি আলিয়ার পরবর্তী ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-এর টিজার মুক্তি পেয়েছে। ইতোমধ্যে বেশ প্রশংসিত হয়েছে আলিয়ার অভিনয়। এই ছবির পরিচালক সঞ্জয় লীলা বানশালি, যিনি আলিয়ার কোভিড-১৯ হওয়ার কিছু দিন পরেই করোনায় আক্রান্ত হন। আলিয়ার প্রেমিক রণবীর কাপুরও মার্চ মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর