টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ২

আপডেট: April 16, 2021 |
print news

টাঙ্গাইলের কালিহাতীতে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার বিকেলে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তারা শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, লকডাউনের কারণে পরিবহন না পেয়ে বিকল্পভাবে শ্রমিকরা বাড়ি যাওয়ার জন্য ট্রাকে করে উত্তরবঙ্গে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটে দুর্ঘটনা। নিহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুই ট্রাকই উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। একটি ট্রাক মহাসড়কের চরভাবলা এলাকায় দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আরেকটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা তিন শ্রমিক নিহত হন ও দুইজন আহত হয়েছে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। আরেকটি ট্রাকের খোঁজ পাওয়া যায়নি।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর