বেগম খালেদা জিয়া জ্বরে ভুগছেন

আপডেট: April 17, 2021 |
print news

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জ্বরে ভুগছেন।

শনিবার (১৭ এপ্রিল) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

 

তিনি বলেন, ‘বেগম জিয়া ১০২ ডিগ্রি জ্বরে ভুগেছিলেন। তবে সার্বিকভাবে তার শারীরিক যে অবস্থা, তাতে হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই। বাসায় তার চিকিৎসা চলবে। সবকিছু মিলিয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।’

গত ১০ এপ্রিল বেগম জিয়ার করোনা পজিটিভ ধরা পড়ে। ১৫ এপ্রিল চিকিৎসকরা তার সিটি স্ক্যান করার পরামর্শ দেন। সেই রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার সিটি স্ক্যান হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, বেগম জিয়ার সিটি স্ক্যানের রিপোর্ট বেশ ভাল। ফুসফুসে সংক্রমণের মাত্রা খুব কম। আরও কিছুদিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর