সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ম.ম আমজাদ হোসেন মিলন আর নেই

আপডেট: April 18, 2021 |
print news

ফুসফুসে সমস্যায় আক্রান্ত হয়ে আইসিইউতে লাইভ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা ম.ম আমজাদ হোসেন মিলন।

রোববার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এমপির বড় মেয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনে আরা লাভলী।

হোসনে আরা লাভলী বলেন, বেশ কিছুদিন ধরে ফুসফুস জনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন আমার পিতা।

শনিবার (গত ১০ এপ্রিল) সকালে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আইসিউতে লাইভ সাপোর্টে থাকা অবস্থায় রোববার সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

বৈশাখীনিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর