খুন-দুর্নীতির আসামি বাদে সব বন্দিকে মুক্তি দিতে জাফরুল্লাহর আহ্বান

আপডেট: April 19, 2021 |
print news

করোনার এই মহামারীতে খুন ও দুর্নীতির দায়ে দণ্ডিত আসামিদের বাদে সব বন্দিকে জামিনে মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে জাফরুল্লাহ বলেন, কারাবন্দি সব আসামিকে দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করা। এছাড়া খুনের দায়ে ও দুর্নীতির কারণে দণ্ডিত অভিযুক্ত ছাড়া অন্য সবাইকে জামিনে মুক্তি দেওয়া। বন্দিদের কারামুক্তির পাশাপাশি মহামারী নিয়ন্ত্রণে সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন জাফরুল্লাহ।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠিটি জমা দিয়েছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর