করোনা টিকাদানে যুক্তরাষ্ট্র প্রথম

আপডেট: April 20, 2021 |

মোট জনসংখ্যার প্রায় অর্ধেক প্রবীণ নাগরিককে অন্তত এক ডোজ করোনার টিকা দানের মাধ্যমে শীর্ষ তালিকায় উঠেছে যুক্তরাষ্ট্র।

দেশটির ১৩০ মিলিয়ন মানুষের মধ্যে ১৮ বছর ও তার বেশি বয়সের নাগরিকরা টিকা কার্যক্রমের আওতায় এসেছেন। বিশ্ব যখন কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে তখন এই পরিসংখ্যান নিঃসন্দেহে স্বস্তি দেবে বাইডেন প্রশাসনকে।

সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর তথ্য অনুযায়ী, আমেরিকার ৮৪ মিলিয়ন প্রবীণ নাগরিককে ইতোমধ্যেই টিকা দেওয়া হয়ে গেছে। যা দেশের মোট জনসংখ্যার ৩২.৫ শতাংশ।

তবে মহামারি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির মতে কোভিডের দ্বিতীয় ঢেউ যে হারে ছড়িয়ে পড়ছে তাতে বর্তমান পরিস্থিতিতে কিছু বলা অনিশ্চিত হয়ে পড়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে ভ্যাকসিনকে দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সিডিসি জানিয়েছে, ১০৯ মিলিয়ন ফাইজার, ৯২ মিলিয়ন মর্ডানা এবং ৭.৯ মিলিয়ন জনসন অ্যান্ড জনসনের টিকা ব্যবহার করা হয়েছে দেশটিতে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর