বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে চাদের প্রেসিডেন্টের প্রানহানি

আপডেট: April 20, 2021 |
print news

আফ্রিকান দেশ চাদের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ইদরিস দেবি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে আহত হওয়ার পর মারা গেছেন।

আজ মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আজিম বেরমান্দোয়া আগৌনা এ তথ্য জানান। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন ইদরিস দেবি।

সেনাবাহিনী জানিয়েছে যে, ১১ এপ্রিল নির্বাচনের দিন দেশের উত্তর দিকে একটি বড় আক্রমণ শুরু করেছিল এমন বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় ডেবি তার সেনাবাহিনীকে কমান্ডিং করছিলেন। তখন তিনি আহত হন।

 

সোমবার দেশটির নির্বাচনের ফলে দেখা যায়, ষষ্ঠবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন ইদরিস দেবি।  সেনাবাহিনী আরও জানায়, এখন প্রয়াত প্রেসিডেন্টের ৩৭ বছর বয়সী ছেলে মহামত ইদ্রিস ডেবি ইটনো তার স্থলাভিষিক্ত হবেন।

 

সূত্র: আল-জাজিরা

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর