গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু

আপডেট: April 21, 2021 |
print news

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮৩ জন। আর চব্বিশ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ২৮০ জন।এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ৩২ হাজার ৬০ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ত ১৬ ও ১৭ এপ্রিল দেশে করোনায় ১০১ জন করে মারা যান। ১৮ এপ্রিল করোনায় মারা যান ১০২ জন। সোমবার করোনায় একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। যা একদিনে সর্বোচ্চ। তবে গতকাল মঙ্গলবার করোনায় ৯১ জনের মৃত্যু হয়।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর