চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৭৮ জন , মৃত্যু ৩

আপডেট: April 22, 2021 |
print news

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ১৩৯ জনে। এছাড়াও একই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের এই তথ্য জানানো গেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৩৪৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরীর ২৬৩ জন এবং উপজেলার ৮৪ জন বাসিন্দা রয়েছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর