চেষ্টা করেও সিরিয়ার ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছি: ইসরায়েলি যুদ্ধমন্ত্রী

আপডেট: April 23, 2021 |
print news

ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তয স্বীকার করেছেন, দিমোনা পরমাণু স্থাপনার কাছে আঘাতকারী সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি আটকানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন।

বৃহস্পতিবার তেল আবিবে তিনি এ স্বীকারোক্তি দিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েল ও দ্য মিডিয়ালাইনের

গান্তয বলেছেন, “ক্ষেপণাস্ত্রটি ঠেকানোর জন্য চেষ্টা করা হয়েছিল, যা ব্যর্থ হয়েছে। আমরা এখনও বিষয়টি খতিয়ে দেখছি।”

এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, একটি ইসরায়েলি জঙ্গিবিমানকে লক্ষ্য করে সিরিয়ার এস-২০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একটি এসএ-৫ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইসরায়েলের চরম-গোপনীয় ও বহু বিতর্কিত দিমোনা পরমাণু স্থাপনার ৩০ কিলোমিটারের মধ্যে আঘাত হানে। ইসরায়েলের প্রধান পরমাণু অস্ত্র কর্মসূচি এই স্থাপনায় পরিচালিত হয়।

ইসরায়েলের যুদ্ধমন্ত্রী দাবি করেন, এ ধরনের অতি গুরুত্বপূর্ণ ঘটনার ব্যাপারে ইসরায়েলি সামরিক বাহিনী সব সময় সতর্ক থাকে। স্পর্শকাতর স্থাপনাগুলোর নিরাপত্তা দিতে সেনাবাহিনীকে সর্বোচ্চ সচেষ্ট রাখা হয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর