চীন-মার্কিন সংঘাত দু’দেশের স্বার্থের পরিপন্থি : ব্লিঙ্কেন

আপডেট: May 4, 2021 |

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সতর্ক করে দিয়ে বলেছেন, চীনের সঙ্গে তার দেশের সংঘাতপূর্ণ অবস্থান দু’দেশেরই স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে।

তিনি মার্কিন নিউজ চ্যানেল সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন। তিনি বলেন, ‘চীন সাম্প্রতিক সময়ে আমেরিকার প্রতি অনেক বেশি আক্রমণাত্মক ও বিদ্বেষী আচরণ করছে।’

আমেরিকা চীনের সঙ্গে সংঘাতের দিকে যাচ্ছে কিনা- এমন প্রশ্নের উত্তরে ব্লিঙ্কেন বলেন, ‘চীন ও আমেরিকা যদি সেপথে হাঁটে বা তার কাছাকাছি পৌঁছোনোর চেষ্টা করে তবে সেটি হবে দু’দেশের স্বার্থের জন্যই ক্ষতিকর।’

চীন আমেরিকার গোপন বাণিজ্যিক লেনদেন থেকে হাজার হাজার কোটি ডলার হাতিয়ে নিয়েছে বলে যে দাবি বাজারে প্রচলিত রয়েছে সে সংক্রান্ত প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন আমেরিকার সঙ্গে অন্যায্য প্রতিযোগিতায় লিপ্ত হতে চায় এবং দেশটি ক্রমবর্ধমান হারে ওয়াশিংটনের প্রতি বিদ্বেষী আচরণ করছে।’

ওয়াশিংটনস্থ চীনা দূতাবাস অ্যান্টনি ব্লিঙ্কেনের এ বক্তব্য সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
সূত্র : পার্সটুডে

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর