কৃষ্ণাঙ্গদের জন্য যতটুকু সম্ভব, আমরা করব: বাইডেন

আপডেট: June 2, 2021 |
print news

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্র থেকে বর্ণবাদ নির্মূল করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের তুলসা শহরে ভয়াবহ গণহত্যার শততম বার্ষিকী উপলক্ষে ‘গ্রিনউড কালচারাল সেন্টার’ তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মঙ্গলবার ১০০ বছর আগে ঘটে যাওয়া তিন শতাধিক কৃষ্ণাঙ্গ হত্যার তীব্র নিন্দা ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়াও এটিকে আমেরিকার ইতিহাসে ‘বর্ণবাদের কালো অধ্যায়’ বলে আখ্যায়িত করেছেন।

জো বাইডেন বলেন, ১০০ বছর হয়ে ধরে আমেরিকার এই জাতিগত সহিংসতার ঘটনা চাপা পড়ে আছে। তবে এখন আর এটি চাপা থাকবে না। তুলসায় কৃষ্ণাঙ্গদের জন্য যতটুকু করা সম্ভব, আমরা করব।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর