কৌশল ও গতি দিয়ে আফগানদের হারাতে চান জামাল

আপডেট: June 3, 2021 |
print news

রাত পোহালেই আফগানিস্তানের বিপক্ষে কাতারের মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে প্রথম লেগে আফগানদের কাছে এক গোলে হেরেছিল লাল-সবুজরা। এবার দোহায় দ্বিতীয় লেগে আফগানদের হারাতে চান জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

ফিফা র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তান বাংলাদেশ থেকে বেশ এগিয়ে আছে। বাংলাদেশের র‌্যাঙ্কিং ১৮৪ আর আফগানিস্তান দাঁড়িয়ে ১৪৯ এ।

স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার ম্যাচে ফ্যাবারিট হিসেবেই মাঠে নামবে আফগানরা। উচ্চতা ও শারীরিকভাবে তারা এগিয়ে রয়েছে। তবে তাদের শক্তিমত্তা বিবেচনায় রেখে হারানোর কৌশল বাংলাদেশের কাছে আছে বলে মনে করেন লাল-সবুজদের অধিনায়ক।

জামাল বলেন, ‘আফগানিস্তানের সাথে আমাদের ম্যাচটা কঠিন হবে। ওরা শারীরিকভাবে আমাদের থেকে শক্তিশালী। উচ্চতাও বেশি। টেকনিক্যালি আমরা স্ট্রং আছি। স্পিড আছে ওদের থেকে বেশি।’

দেশের মাটিতে ১২ দিনের প্রস্তুতি আর কাতারে পাঁচ দিনের অনুশীলন নিয়ে আফগানদের হারাতে প্রস্তুত ফুটবলাররা।

পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার আশাবাদ ব্যক্ত করেছেন এই মিডফিল্ডার, ‘আমরা চেষ্টা করব সেরাটা দেয়ার। সবটুকু দিব। এবং আশা করছি আমরা তিন পয়েন্ট নিব।’

কাতারে শেষদিনের প্রস্তুতি সেড়েছে জাতীয় দল। সকালে জিম ও সুইমিং সেশন শেষে বিকেলে কাতার ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করবেন ফুটবলাররা।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর