বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৩৭ লাখ

আপডেট: June 3, 2021 |
print news

করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বে প্রাণহানি ৩৭ লাখ ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডো মিটারের বৃহস্পতিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ হাজার ৯৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৩৭ লাখ ৬ হাজার ৫৬১ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৪ লাখ ৮৯ হাজার ৮৯০ জনের। এ নিয়ে মোট সংক্রমণ প্রায় ১৭ কোটি ২৪ লাখ সাড়ে ২৪ হাজারে দাঁড়িয়েছে।

করোনার বর্তমান বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুর বড় অংশই হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৩৪ হাজারের মতো সংক্রমণ আর তিন হাজারের কাছাকাছি মৃত্যু হয়েছে।

করোনার ভয়াবহতা কমেনি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৯৪ হাজারের মতো সংক্রমিত হয়েছে। মারা গেছেন প্রায় ২৪শ’র মতো।

এছাড়া লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা, কলম্বিয়া ও পেরুতে করোনায় সংক্রমণ ও মৃত্যুর ব্যাপকতা রয়েছে। যুক্তরাষ্ট্রে সংক্রমণ কমলেও মৃত্যু এখনো ৫শ’র ওপরেই রয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর