জন্মদিনের উদযাপনটা জয় দিয়েই করলেন নাদাল

আপডেট: June 5, 2021 |
print news

পরশু (০৩ জুন) ৩৫ বছরে পা দিলেন রাফায়েল নাদাল। জন্মদিনটা উদযাপন করেছেন ফ্রেঞ্চ ওপেনে রাতের ম্যাচে রিচার্ড গ্যাসকুয়েটকে ৬-০, ৭-৫, ৬-২ গেমে হারিয়ে।

নাদালের জন্মদিনে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচও। মেয়েদের দ্বৈতে প্রথম রাউন্ডে হারের পর গ্রেপ্তার হয়েছেন রাশান খেলোয়াড় ইয়ানা সিজিকোভা। গত বছর ম্যাচ পাতানোর অভিযোগ ওঠায় প্যারিসের পুলিশ গ্রেপ্তার করেছে তাঁকে।

দ্বিতীয় রাউন্ডে রজার ফেদেরারের বিপক্ষে মারিন সিলিচ অভিযোগ করেন পয়েন্ট পাওয়ার পর টাওয়েলে ঘাম মুছে বেশি সময় নষ্ট করার।

আম্পায়ার এ নিয়ে সতর্ক করলে কোর্টেই তর্কে জড়ান ২০ গ্র্যান্ড স্লাম জেতা এই কিংবদন্তি। ৬-২, ২-৬, ৭-৬, ৬-২ গেমে জেতার পর ম্যাচ শেষে এ নিয়ে মজাই করলেন ফেদেরার, ‘ম্যাচে কিছুটা প্রাণসঞ্চার হয়েছিল এ জন্য।

আমি বলছিলাম, মোটেও ধীরে খেলছি না আর সময়ও নষ্ট করছি না। কে জানে, নতুন এই সফরে হয়তো নতুন খেলোয়াড়ই আমি!’

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর