মার্গারেট কোর্টকে ছোঁয়ার অপেক্ষা আরও বাড়ল সেরেনার

আপডেট: June 7, 2021 |
print news

এবারের ফ্রেঞ্চ ওপেন জিতে টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে ছুঁতে চেয়েছিলেন সেরেনা উইলিয়ামস। এগোচ্ছিলেনও বেশ।

কিন্তু রোববার যুক্তরাষ্ট্রের এই তারকা শেষ ষোলোর ম্যাচে সরাসরি সেটে হেরে গেছেন কাজাখস্তানের ২১ বছর বয়সী এলেনা রিবাকিনার কাছে। যে কারণে কোর্টকে ছোঁয়ার অপেক্ষা তার আরও বেড়ে গেল।

রোলাঁ গাঁরোয় রোববার সেরেনা হেরেছেন ৬-৩, ৭-৫ গেমে। এরআগে ২০১৬ আসরের ফাইনালে হারের পর থেকে ফরাসি ওপেনে চতুর্থ রাউন্ড পেরুতে পারেননি যুক্তরাষ্ট্রের এ টেনিস তারকা। আর ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর পাননি কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ।

মার্গারেট কোর্টের রেকর্ড ছোঁয়ার পরবর্তী অভিযানে সেরেনা নামবেন আগামী ২৮ জুন। সেদিন থেকেই শুরু হবে উইম্বলডন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর