নারায়ণগঞ্জে বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আপডেট: June 9, 2021 |
print news

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার বিকালে র‌্যাব-১১ এর একটি দল নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার কেরাম বোর্ডের মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বুধবার দুপুরে প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেছেন র্যােব-১১ নরসিংদী শাখার কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খান।

গ্রেফতার মো. বাদল নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার  সোবান সিংহদীর ছেলে।

র‌্যাব ১১ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত বাদল দীর্ঘদিন যাবত তার সৎ বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে আসছে। সর্বশেষ গত ১৫ মার্চ রাত ১টার দিকে পুনরায় তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বাকপ্রতিবন্ধী ও তার বোন চিৎকার করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পায়।

এরই ধারাবাহিকতায় নির্যাতিতার মামা বাদী হয়ে আড়াইহাজার থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন।

Share Now

এই বিভাগের আরও খবর