করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৭ জনের মৃত্যু

আপডেট: June 13, 2021 |
print news

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ১১৮ জনে। নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ২৬ হাজার  ৯২২ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪২জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ২৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

এতে আরো জানানো হয়, ৫১২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায়  ১৮ হাজার ৪৭৩টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬১ লাখ ৭৫ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর