ভারতে কমছে করোনার তীব্রতা

আপডেট: June 14, 2021 |

ভারতে ধীরে ধীরে কমে আসছে করোনার তীব্রতা। দেশটিতে নতুন করে ৭০ হাজার ৪২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ৭৪ দিনে এটি সবচেয়ে কম সংক্রমণ। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত লোকের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৯৫ লক্ষ ১০ হাজার ৪১০ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। সূত্র মতে, গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ হাজার ৯২১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জনে।

বর্তমানে করোনায় অসুস্থ লোকের সংখ্যা ১০ লাখের নিচে নেমে হয়েছে ৯ লাখ ৭৩ হাজার ১৫৮ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫ দশমিক ৪৩ শতাংশ।

দেশটিতে দৈনিক সংক্রমণের হার বর্তমানে ৪.৭২ শতাংশ। গত ২১ দিন ধরেই সংক্রমণের হার ১০ শতাংশের নিচে। এদিকে ভারতে দেশজুড়ে টিকা দান কর্মসূচির আওতায় ২৫ কোটি ৪৮ লাখ ৪৯ হাজার ৩০১ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর