বাংলাদেশের জিম্বাবুয়ে সফর অনিশ্চিত

আপডেট: June 14, 2021 |
print news

চলতি মাসের শেষের দিকে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা বাংলাদেশের। যে সফরে একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। তবে করোনার প্রকোপে দেশটিতে সব ধরনের ক্রীড়া কার্যক্রম স্থগিত করা হয়েছে। এমন অবস্থায় শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিয়ে।

জিম্বাবুয়ে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ফলে সব ধরনের ক্রীড়া কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে জিম্বাবুয়ে সরকারের ক্রীড়া মন্ত্রণালয়। এই নির্দেশনা কার্যকর হবে ২২ জুন থেকে।

এদিকে ক্রীড়া কার্যক্রম স্থগিত করা প্রসঙ্গে দেশটির ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সব ক্রীড়া কার্যক্রম এবং ইভেন্টগুলো আগামী ২২ জুন থেকে পরবর্তী বিজ্ঞপ্তি দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সব ক্লাব, জিম এবং সংশ্লিষ্ট স্টকহোল্ডারদের কোনো প্রকার নিষেধাজ্ঞা ছাড়াই মেনে চলা উচিত।’

ঘরোয়া লিগ শেষে ২৯ জুন জিম্বাবুয়ে যাওয়ার কথা বাংলাদেশের। এরপর একদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করার কথা রয়েছে সাকিব-তামিমদের।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর