লুইস-গেইলদের ঝড়ে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

দুর্দান্ত জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শনিবার দিবাগত রাতে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় ব্যবধানে প্রোটিয়াদের হারিয়েছে বর্তমান টি-টোয়েন্টি চ্যাম্পিয়নরা।
গ্রেনেডার সেন্ট জর্জ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৬১ রানের টার্গেট ৮ উইকেট হাতে রেখে টপকে যায় ক্যারিবীয়রা। ৩০ বল হাতে রাখা এই জয়ে বড় অবদান ওপেনার এভিন লুইসের। ৩৫ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি, হাঁকিয়েছেন ৭ টি ছক্কা ও ৪টি চার।
তিনে নামা ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল ২৪ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। এছাড়া আন্দ্রে ফ্লেচার ১৯ বলে ৩০ ও আন্দ্রে রাসেল ১২ বলে ২৩ রান করেন।
এর আগে টসে হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান তোলে প্রোটিয়ারা। রাসি ফন ডের ডুসেন ৩৮ বলে অপরাজিত ৫৬ রান করেন। কুইন্টন ডি কক করেন ২৪ বলে ৩৭ রান। ক্যারিবীয়দের পক্ষে ফ্যাবিয়ান অ্যালেন ও ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেট শিকার করেন।