৮ গোলের থ্রিলারে ক্রোয়েশিয়াকে হারাল স্পেন

জমে গেছে ইউরো-২০২০ ফুটবল টুর্নামেন্ট। নেদারল্যান্ডস এবং পর্তুগালের পর আসর থেকে বাদ পড়ল রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্ট দল ক্রোয়েশিয়া। সেরা আটে উঠার লড়াইয়ে আত্মঘাতী গোল পেয়ে প্রথমে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। এরপর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় আরো দুটো গোল করে লুকা মড্রিচদের বাদ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন।
স্পেন-ক্রোয়েশিয়া মধ্যকার সেরা ষোলোর ম্যাচটি রোমাঞ্চ ছড়াবে এমনটা প্রত্যাশা ছিল সবার। কিন্তু ফুটবলবোদ্ধরা যতটা না আশা করেছিলেন, হয়তো তার চেয়ে বেশিই রোমাঞ্চ ছড়িয়েছে এই ম্যাচটি।
এদিন ডেনমার্কের পারকিন স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটের স্পেনের গোলকিপার উনাই সিমনের ভুলেগোল খেয়ে বসে দলটি। অবশ্য ৩৪তম মিনিটেই পাবলো সারাভিয়ার গোলে সমতায় ফেরে স্পেন। এরপর ৫৭ মিনিটে ওই ব্যবধান দ্বিগুণ করেন চেসার আজফিলিকুয়েটা। ফারান তোরেসের বাড়িয়ে দেওয়া বলে মাথা ছুঁইয়ে গোল করেন তিনি। এরপর ৭৬ মিনিটে পাও তোরেসের কাছ থেকে বল পেয়ে গোলটা করেন ফারান তোরেস নিজেই।
এমতাবস্থায় সহজ জয়েই পথেই এগোচ্ছিল লুইস এনরিকের শিষ্যরা। কিন্তু ম্যাচের থ্রিলার তখনো বাকি। ম্যাচের ৮৫তম মিনিটে ব্যবধানে ৩-২ করেন বদলি হিসেবে খেলতে নামা ওরসিচ। আর পাঁচ মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সতীর্থের ক্রসে হেডে সমতা ফেরান পাসালিচ।
এরপর অতিরিক্ত ৩০ মিনিটের প্রথমার্ধে আরও দুটো গোল করে ব্যবধানে ৫-৩ করে নেয় স্পেন। ম্যাচের সপ্তম ও দলের চতুর্থ গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা। এর মিনিট তিনেক পর ক্রোয়েশিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন মিকেল ওয়ারজাবাল।
এরপর আর কোন গোল না হলে ৫-৩ গোল ব্যবধানে জিতে সেরা আটে জায়গা করে নেয় স্পেন।