নেত্রকোনায় গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৫০ জন

আপডেট: June 30, 2021 |
print news

নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৫০ জনের। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৫৫৯ জনের।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনা জেলায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ ল্যাবে ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে করোনা শনাক্ত হয় ১৮ জনের। জেলায় জিন এক্সপার্ট টেস্ট করা হয় ৪ জনের। তার মধ্যে শনাক্ত হয় ৩ জন। র‌্যাপিট এন্টিজেন টেস্টে জেলায় ৫৭ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৯ জনের। তাদের মধ্যে পুরুষ ৩৪ জন ও ১৬ জন নারী।

শনাক্তকৃতরা হলেন, নেত্রকোনা সদরে ২১ জন, কলমাকান্দায় ৮ জন, দুর্গাপুরে ৫ জন, মোহনগঞ্জে ৩জন, বারহাট্টায় ৩ জন, পূর্বধলায় ২ জন, আটপাড়ায় ৩ জন, মদনে ৩ জন ও কেন্দুয়ায় ২ জন।

গতকাল মঙ্গলবার নেত্রকোনা জেলা থেকে প্রেরিত নমুনার সংখ্যা ৯০+২৪=১১৪টি (ময়মনসিংহ মেডিকেল কলেজে স্যাম্পল দিয়েছেন ২৪ জন)।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর