দ্রুতগতিতে চীনের পরমাণু শক্তি বৃদ্ধি, চরম উদ্বিগ্ন আমেরিকা

আপডেট: July 2, 2021 |
print news

দ্রুতগতিতে নিজেদের পরমাণু শক্তির বৃদ্ধি ঘটাচ্ছে চীন। এতে চরম উদ্বিগ্ন আমেরিকা। এমতাবস্থায় অস্থিতিশীল অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি কমাতে বাস্তবিক পদক্ষেপ নিতে আমেরিকার সঙ্গে যুক্ত হতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, পরমাণু অস্ত্র বৃদ্ধির ঘটনা গোপন করা চীনের জন্য কঠিন। এর মধ্য দিয়ে কয়েক দশকের পরমাণু কৌশল থেকে সরে এসেছে বেইজিং। খবর রয়টার্সের।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, চীনের পশ্চিমাঞ্চলীয় মরু অঞ্চলে নতুন করে শতাধিক আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সিলো নির্মাণ করা হচ্ছে।

নেড প্রাইস বলেন, এই প্রতিবেদন ও অন্যান্য পরিস্থিতি বলে দিচ্ছে যে, চীনের পরমাণু অস্ত্রাগার দ্রুতই সম্প্রসারিত হচ্ছে। আগে যা কল্পনা করা হয়েছিল, তার চেয়েও বেশি পরমাণু অস্ত্র বাড়াচ্ছে তারা। এভাবে অস্ত্র বৃদ্ধি উদ্বেগের। এতে বেইজিংয়ের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর