আত্মসমর্পণ করে কারাগারে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমা

আপডেট: July 8, 2021 |
print news

আদালতের দেওয়া কারাদণ্ড ভোগ করতে অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। স্থানীয় সময় গতকাল বুধবার মধ্যরাতে কোয়া-জুলু নাটাল প্রদেশে নিজের বাসভবনের কাছেই এক কারাগারে এ দণ্ড ভোগ করতে গিয়েছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৭৯ বছর বয়সী জুমার আত্মসমর্পণের খবর জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এরআগে দেশটির কোনো প্রেসিডেন্টের কারাভোগের ঘটনা ঘটেনি। আদালত অবমাননার দায়ে গত ২৯ জুন জুমার ১৫ মাসের কারাদণ্ড হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর