টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন মাহমুদউল্লাহ!

আপডেট: July 10, 2021 |
print news

প্রতিদিনকার মতো আজও খেলা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের ভিডিও বার্তা পাঠানোর কথা। হারারে টেস্টের তৃতীয় দিন শেষে আজ কথা বলেছেন মেহেদি হাসান মিরাজ আর মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে মিরাজের ভিডিও বার্তাটি গণমাধ্যমকর্মীদের কাছে চলে আসলেও মাহমুদউল্লাহরটি আটকে রয়েছে। এরই মধ্যে জোর গুঞ্জন, টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দলের সিনিয়র এই ক্রিকেটার।

বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, রিয়াদ ড্রেসিংরুমে সহযোগী ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের বলেছেন অবসরের কথা। তবে বিসিবির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এই বিষয়ে হারারেতে অবস্থানরত টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি, রাবিদ ইমাম আর নির্বাচক আব্দুর রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও পাওয়া যায়নি।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট অভিষেক হয় মাহমুদউল্লাহর। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টেস্টটি তার ক্যারিয়ারের ৫০তম। এই টেস্টেই প্রথম ইনিংসের নিজের ক্যারিয়ারসেরা ১৫০ রান করেছেন রিয়াদ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর