অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণ: স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট: July 10, 2021 |
print news

কামরাঙ্গীরচরের আহসানবাগে অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়ার সময় বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১০ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মতিন (৪০) ও শুক্রবার রাতে তার স্ত্রী ইয়াসমিন আক্তার ময়না (৩২) মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, ময়নার শরীরের ৯৫ শতাংশ আর আবদুল মতিনের শরীরের ৯২ শতাংশ দগ্ধ ছিল। তাদের মেয়ে মাইশার (৯) শরীরের ৪২ শতাংশ ও আয়েশার (৫) শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে শুক্রবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আব্দুল মতিন, তার স্ত্রী ইয়াসমিন আক্তার, মেয়ে মায়েশা, আয়েশা এবং ভাগ্নে আবুল খায়ের রায়হান (২৫) আহত হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর