আফগান সীমান্তে ভারী সামরিক সরঞ্জাম পাঠাল তুর্কমেনিস্তান

আপডেট: July 12, 2021 |
print news

আফগানিস্তান সীমান্তে ভারী সামরিক সরঞ্জাম পাঠিয়েছে তুর্কমেনিস্তান। ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, সীমান্তের সুর্খাবাদ শহরে তুর্কমেনিস্তানের সামরিক বহর পৌঁছেছে।

আফগান সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে এসব সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ট্যাংক, কামান ও সাঁজোয়া যান রয়েছে। আরও অস্ত্রশস্ত্র পাঠানোর প্রস্তুতি চলছে।

মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়তে শুরু করায় দেশটিতে আরও শক্তিশালী হয়ে উঠছে তালেবান। ইতোমধ্যেই দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দাহারের দখল নিয়েছে দলটি।

৯ জুলাই শুক্রবার তালেবান জানিয়েছে, আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে। একের পর এক এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে তারা। তালেবানের ভয়ে অনেক জায়গায় বিনা প্রতিরোধে মাঠ ছাড়ছে সেনাসদস্যরা।

শুধু তাই নয় অনেকে আবার এলাকা, এমনকি দেশ ছেড়েও পালিয়ে যাচ্ছে। গত ৫ জুলাই সোমবার একদিনেই পালিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে সহস্রাধিক আফগান সেনা। তাজিকিস্তান ও ইরানের সঙ্গে দুইটি সীমান্ত ক্রসিংয়েরও নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

আফগান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নতুন করে আফগানিস্তানের হেরাত প্রদেশের দুটি শহর দখলে নিয়েছে তালেবান। এর মধ্যে একটি হচ্ছে ইসলাম কালা শহর যা ইরান সীমান্তে অবস্থিত। আর অপর শহরটি হচ্ছে তুর্কমেনিস্তান সীমান্ত সংলগ্ন তুরগুন্দি।

তুরগুন্দি শহর দখলের লড়াই চলাকালে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে গোলা বিনিময় হয়েছে। উভয় পক্ষই মর্টারশেল ব্যবহার করেছে। গোলা ও মর্টার শেল গিয়ে তুর্কমেনিস্তানের ভূখণ্ডেও পড়েছে। এমন বাস্তবতায় আফগানিস্তান সীমান্তে সামরিক শক্তি বাড়িয়েছে তুর্কমেনিস্তান। খবর পার্সটুডে

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর