দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়ছে সহিংসতা

আপডেট: July 12, 2021 |
print news

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে পুরো দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

বড় বড় শহরে সড়ক মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। দোকানগুলোয় অবাধ লুটপাট চালাচ্ছেন তারা। গত সপ্তাহে তার জন্মস্থান কোয়াজুলুতে বিক্ষোভের সূত্রপাত হয়। এর পর দ্রুত তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

রবিবার দেশটির পুলিশ জানায়, এসব ঘটনায় অন্তত ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। আদালত অবমাননার দায়ে দণ্ডপ্রাপ্ত জুমাকে গত সপ্তাহে কারাগারে পাঠানো হয়।

নিজেকে নির্দেশ দাবি করলেও সাজা মওকুফের জন্য আঞ্চলিক আদালতে করা তার আবেদন নাকচ করা হয়েছে। সোমবার দেশটির সর্বোচ্চ আদালতে আবারও সাজা মওকুফের আবেদন করবেন তিনি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর