কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ৯ জন

আপডেট: July 13, 2021 |
print news

কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজনের করোনা শনাক্ত করা হয়েছে। অপর একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৯০ জনের নমুনা পরীক্ষা করে ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৩৯ শতাংশ।

এদিকে, সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে গতকাল সোমবার দিনভর অভিযান চালিয়ে ৫৯ জনের কাছ থেকে ৩৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণে বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া জেলায় সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর