করোনায় চট্টগ্রামে মৃত্যু ১০, শনাক্ত ৯৫৫

আপডেট: July 13, 2021 |
print news

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে ৯৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১২ জুলাই সর্বোচ্চ ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৫৫ জনের মধ্যে করোনা পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬৩৬ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩৬ দশমিক ০৫ শতাংশ

লোহাগাড়ায় ৮ জন, সাতকানিয়ায় ৯ জন, বাঁশখালীতে ৯ জন, আনোয়ারায় ১৫ জন, চন্দনাইশে ১১ জন, পটিয়ায় ২১ জন, বোয়ালখালীতে ২৬ জন, রাঙ্গুনিয়ায় ২৮ জন, রাউজানে ৩৫ জন, ফটিকছড়িতে ৩০ জন, হাটহাজারীতে ৩৬ জন, সীতাকুণ্ডে ৫০ জন, মিরসরাইয়ে ২৭ জন ও সন্দ্বীপে ১১৪ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৭৮৪ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৫১ হাজার ২৯৭ জন। বাকি ১৫ হাজার ৪৮৭ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৪ জন নগরের বাসিন্দা, বাকি ৬ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৭৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫০৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৮৬ জন।

রোববার (১১ জুলাই) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যান ১৪ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর