দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

আপডেট: July 13, 2021 |
print news

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। নেভাডার উত্তরে ক্যালিফোর্নিয়ার সীমান্তের কাছে লোকজনকে বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গত ২ দিন ধরে পশ্চিমাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ছে দাবানল। সোমবার (১২ জুলাই) আল জাজিরার খবরে এমনটাই বলা হয়েছে।

দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিশিখা থেকে আকাশ ছেয়ে যাচ্ছে বিশাল ধোঁয়ার কুন্ডলি ও ছাইয়ে। অ্যারিজোনায় আগুন নেভানোর কাজ করতে গিয়ে দুটি বিমানের সংঘর্ষে দুই দমকলকর্মীরও নিহত হয়েছেন।

ক্যালিফোর্নিয়ায় জ্বলতে থাকা দাবানল নিয়ন্ত্রণে নানা কৌশল নিয়েছেন দমকল কর্মীরা। জাতীয় আবহাওয়া দপ্তরের প্রাথমিক তথ্যানুযায়ী, নেভাডা এবং ক্যালিফোর্নিয়ার কয়েকটি এলাকায় তাপমাত্রা কোথাও কোথাও রেকর্ড ছুঁয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর