বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা দিচ্ছে জাপান

আপডেট: July 14, 2021 |
print news

বাংলাদেশকে ২৯ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান। জাপানের রাষ্ট্রদূত নাওকি ইটো এক টুইট বার্তায় একথা জানিয়েছেন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোটেগি গত মঙ্গলবার ১৫টি দেশকে ১ কোটি ১০ লাখ টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়া হবে এই ঘোষণার পরে রাষ্ট্রদূত ওই টুইট করেন।

টুইটে তিনি বলেন, বাংলাদেশে খুব শিগগিরই ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠানো হবে। কোভিড মোকাবিলায় বাংলাদেশের পাশে আছে জাপান।

বাংলাদেশে প্রায় ১৫ লাখ মানুষ অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছে কিন্তু দ্বিতীয় ডোজ নিতে পারেনি। তাদের জন্য এই টিকা খুব কাজে আসবে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর