বড় বোনের দায়ের কোপে কিশোরীর মৃত্যু

আপডেট: July 20, 2021 |
print news

হবিগঞ্জে বড় বোনের দায়ের কোপে ছোট বোন রুমানা আক্তারের (১৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় বড় বোন শাবানা আক্তারকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৯ জুলাই) সদর উপজেলার পইল গ্রামের গড়েরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুমানা একই এলাকার আব্দুল গফুরের মেয়ে। সে পইল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিলেন।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আব্দুল গফুরের বড় মেয়ে শাবানা আক্তার মানসিক ভারসাম্যহীন। সোমবার শাবানা ও তার ছোট বোন রুমানা আক্তার ঘরে খেলা করছিলেন। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে শাবানা উত্তেজিত হয়ে দা দিয়ে কুপিয়ে রুমানাকে গুরুতর জখম করেন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রুমানাকে সিলেট পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়।
বর্তমানে আটক শাবানা আক্তারকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর