তালেবান লক্ষ্যবস্তুতে হামলা চালালো যুক্তরাষ্ট্র

আপডেট: July 24, 2021 |
print news

যুক্তরাষ্ট্রের সামরিক বিমান এ সপ্তাহে আফগানিস্তানে বেশ কয়েকটি তালেবান লক্ষ্যে হামলা চালিয়েছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে সরকারি বাহিনী তালেবানের অগ্রযাত্রার মুখে দুর্বল হয়ে পড়ায় তাদের সহায়তা করতে এবং শক্তি প্রদর্শনের জন্যই এ হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিচালিত হামলাগুলোর মধ্যে অন্তত একটি তাৎপর্যপূর্ণ হামলা ছিল দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর কান্দাহারে। সেখানে তালেবান বাহিনী শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিতে যাচ্ছিল, এমন সময়ে এ বিমান হামলা তালেবানের হাতে শহরের পতন ঠেকিয়ে দেয়।

অন্যান্য হামলা চালানো হয় প্রতিবেশী হেলমান্দ প্রদেশে, এমন তথ্য জানা গেছে তালেবানের বিবৃতি থেকে।

বিবৃতিতে এসব বিমান হামলার কড়া নিন্দা জানিয়ে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, গত বছর সেনা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে চুক্তি হয়েছিল তার অবমাননা করা হয়েছে এ হামলার মাধ্যমে এবং এজন্য ‘পরিণতি’ ভোগ করার হুমকিও দেওয়া হয়েছে।

তালেবানের এ বিবৃতি থেকে ধারণা করা হচ্ছে, বিমান হামলার প্রভাব পড়েছে তাদের ওপর।

তালেবান যোদ্ধাদের সাম্প্রতিক অগ্রযাত্রা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। তালেবান যোদ্ধারা আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর সব নিরাপত্তাই হুমকির মুখে ফেলেছে।

গত বুধ ও বৃহস্পতিবার চালানো বিমান হামলা থেকে একটি ইঙ্গিত মিলেছে, তালেবানের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র কতটা উদ্বিগ্ন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর