করোনা ও উপসর্গ নিয়ে দিনাজপুরে ৮ জনের মৃত্যু

আপডেট: July 28, 2021 |

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে। এ সময় নতুন করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৭৮ শতাংশ।

বুধবার (২৮ জুলাই) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৩৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৭৮ শতাংশ।

এদের মধ্যে সদর উপজেলায় ৩১ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া বিরলে ৮, বীরগঞ্জে ২, চিরিরবন্দরে ৩, বোচাগঞ্জে ২, ফুলবাড়িতে ১, খানসামায় ৩, পার্বতীপুরে ১২, কাহারোলে ২, ঘোড়াঘাটে ৩ এবং নবাবগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২৬৬ জন।

এ সময় জেলায় উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন। মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে। জেলায় এক দিনে সুস্থ হয়েছেন ২২০ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৮৬৯ জন।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, করোনা নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯১ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় ২৩ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৫ জন। জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ১৯ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪ জন। জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ১৬৪ জন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর