রাজধানীতে কঠোর বিধিনিষেধের ৬ষ্ঠ দিনে বেড়েছে ব্যক্তিগত যান চলাচল

আপডেট: July 29, 2021 |
print news

কঠোর বিধিনিষেধের সপ্তম দিন আজ। সকাল থেকেই রাজধানীতে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে।

প্রয়োজনের তাগিদেই রাস্তায় বের হচ্ছে মানুষ। তাই অনেকটাই শিথিল হয়ে পড়েছে সরকার ঘোষিত কঠোর লকডাউন।

সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান খোলায় চাকরিজীবীদের বের হতে হচ্ছে। এদিকে চাকরি টিকিয়ে রাখা, অন্যদিকে বিধিনিধেষের নিয়মের জালে ভোগান্তি রয়েছে সড়কে।

ব্যাংকসহ সরকারি প্রতিষ্ঠানে যারা কাজ করেন তারাই ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হচ্ছেন। রিকশায় করেও অফিস করতে হচ্ছে জরুরি সেবায় নিয়োজিতদের। টিকাগ্রহীতার পাশাপাশি সড়কে চলাচল করছেন রোগীরা। অকারণে বাইরে আসা ঠেকানো তৎপর রয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকায় দেখা যায় ব্যক্তিগত গাড়ির চলাচল। চেকপোস্টগুলোতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। গাড়ির কাগজপত্র ও উপযুক্ত কারণ দেখাতে ব্যর্থ হলে দেয়া হচ্ছে মামলা। ব্যাংকসহ জরুরি সেবা খাতে নিয়োজিত অনেক প্রতিষ্ঠান খোলা থাকায় চাকরি বাঁচাতে কর্মস্থলে ছুটছেন অনেকেই।

কিন্তু অনেক প্রতিষ্ঠানের নিজস্ব গাড়ির ব্যবস্থা না থাকায় তারা পড়েছেন ভোগান্তিতে। হেঁটে কিংবা রিকশায় অফিসে যাচ্ছেন তারা।

করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে বিধিনিষেধের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়। এর পর কোরবানির ঈদ এবং জীবন জীবিকার প্রশ্নে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল করে সরকার। এর পর ২৩ তারিখ থেকে ফের শুরু হয় কঠোর বিধিনিষেধ। ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ বহাল থাকবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর