অভিনেত্রী অনন্যাকে বাবা চাংকি পান্ডের পরামর্শ

আপডেট: August 1, 2021 |
print news

 

বলিউডের উঠতি অভিনেত্রী অনন্যা পান্ডে। তার আরেক পরিচয় তিনি অভিনেতা চাংকি পান্ডের মেয়ে।

‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন অনন্যা। এরপর ‘পতি পত্নী অউর ওহ’, ‘খালি পিলি’ সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই অভিনয় ও ব্যক্তিগত কারণে বিদ্রূপের শিকার হন অনন্যা। এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলছেন চাংকি পান্ডে।

এই অভিনেতা বলেন, ‘প্রথমদিকে অনন্যা বিদ্রূপ নিয়ে খুব হতাশ হয়ে যেতো। পরে তাকে বোঝালাম যে— হতাশ হলে চলবে না। সব কিছু মেনে নিয়েই সামনে আগাতে হবে। আবেগপ্রবণ হলে চলবে না। কিন্তু বাবা হিসেবে আমি তাকে নিয়ে মন্তব্যগুলো পড়ে বিরক্ত হতাম, খারাপ লাগতো। কিন্তু এটা তো ব্যক্তিগতভাবে দেখলে চলবে না। সিনেমাও একটি ব্যবসা। বিদ্রূপ ব্যক্তিগতভাবে নিলে চলবে না।’

এই অভিনেতা আরো বলেন, ‘অনন্যাকে বলেছি, কখনো কাউকে ওভার এস্টিমেট বা আন্ডার এস্টিমেট করলে চলবে না। কোনো একটা সিনেমাতে কেউ হিট দিয়েছে বলেই অনন্যার সঙ্গেও যে তার সিনেমা হিট হবে, তার কোনো ঠিক নেই। খুব বেশি হিসেব করলেও মুশকিল। তাই ভেবে পা ফেলতে হবে। সবথেকে বড় কথা কাজটা করে আনন্দ পেতে হবে।’

অনন্যার পরবর্তী সিনেমা ‘লাইগার’। এতে ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন পুরী জগ্ননাথ। করন জোহর প্রযোজিত এই সিনেমা চলতি বছর মুক্তির কথা রয়েছে।

বৈশাখীনিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর