সিরাজগঞ্জে খালাস হচ্ছে ভারত থেকে আসা অক্সিজেনের চতুর্থ চালান

আপডেট: August 2, 2021 |
print news

ভারত থেকে আমদানি করা অক্সিজেনের চতুর্থ চালানবাহী ট্রেন সিরাজগঞ্জে এসে পৌঁছেছে। বেনাপোল স্থলবন্দর হয়ে ট্রেনটি রবিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছায়। আজ সোমবার সকাল ৬টা থেকে অক্সিজেন খালাস শুরু হয়।

লিনডে বাংলাদেশ নামের অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান চার ধাপে ভারত থেকে ৮০০ টন তরল অক্সিজেন আমদানি করল।

করোনাভাইরাসজনিত মহামারির কারণে দেশে অক্সিজেন চাহিদা বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে অক্সিজেন আমদানির সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশে এলো ৮০০ টন তরল অক্সিজেন।

এর আগে গত ২৫ জুলাই, ২৮ জুলাই ও ৩১ জুলাই মোট ৬০০ টন অক্সিজেন ভারত থেকে দেশে আসে। আজ সোমবার আরও ২০০ টন অক্সিজেন দেশে এলো। সর্বমোট ৮০০ টন অক্সিজেন ভারত থেকে দেশে এলো।

অক্সিজেন আমদানিকারক ঠিকাদারি প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওয়াহাব জানান, ভারত থেকে অক্সিজেনবাহী ট্রেনটি রাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছে।

সকাল ৬টা থেকে অক্সিজেন খালাস শুরু হয়েছে। ট্রেন থেকে লরিতে করে তরল অক্সিজেন খালাস করে সড়ক পথে লিনডের নারায়ণগঞ্জের রূপগঞ্জ কারখানায় নিয়ে যাওয়া হচ্ছে। এর পর প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ভারত থেকে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন রবিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে স্টেশনে পৌঁছায়। আজ সকাল থেকে অক্সিজেন খালাসের কাজ শুরু হয়। খালাস শেষে ট্রেনটি আবার ভারতে ফেরত যাবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর