মেট্রোরেলের আরও দুই সেট কোচ ঢাকায় পৌঁছেছে

আপডেট: August 20, 2021 |
print news

জাপান থেকে ঢাকায় আনা হলো মেট্রোরেলের আরও দুটি কোচ। এখন তুরাগ নদের ডিএমটিসিএল জেটি থেকে নেয়া হচ্ছে ডিপোতে।

গতকাল একসঙ্গে দুই সেট মেট্রো ট্রেন কোচ জাপান থেকে ঢাকায় আনা হয়। এ ট্রেন সেট দুটি গত ২২ জুনে জাপানের কোবে সমুদ্রবন্দর থেকে জাহাজ যোগে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে ২০ জুলাই বাংলাদেশের মোংলা সমুদ্রবন্দরে পৌঁছায়। সেখান থেকে গত ১২ আগস্ট ৪টি বার্জযোগে মেট্রো ট্রেন সেট দুটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

মেকানিক্যাল-ইলেকট্রিক্যাল, ওয়াশিংসহ প্রতিটি কোচের ১৯ ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপরেই কোচগুলো লাইনে তোলা হবে। এ কাজে দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে।সব মিলিয়ে ২৪ সেট ট্রেনের মোট ব্যয় হয়েছে ৪ হাজার ২৫৭ কোটি ৩৪ লাখ টাকা।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর