এজিএম: কাউন্সিলরদের ল্যাপটপ ও লাখ টাকা উপহার বিসিবি’র

আপডেট: August 26, 2021 |

আজ দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এই এজিএমে আমন্ত্রিত ১৬৬ কাউন্সিলরের জন্য উপহার হিসেবে থাকছে একটি ল্যাপটপ ও এক লাখ টাকার চেক।

বর্তমান পরিচালনা পরিষদের এটিই প্রথম বার্ষিক সভা। সর্বশেষ এজিএম হয়েছে ২০১৭ সালের ২ অক্টোবর। গত ১১ বছরে এটি বিসিবির তৃতীয় এজিএম। প্রতি এজিএমের মতো এবারও বার্ষিক সভায় বিশেষ উপহার থাকছে আমন্ত্রিত কাউন্সিলরদের জন্য।

একাধিক কাউন্সিলর জানিয়েছেন, এজিএমে তাঁদের এক লাখ টাকার চেক ও একটি ল্যাপটপ উপহারের কথা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও, ‘হ্যাঁ, আমরা প্রতি এজিএমেই সম্মানিত কাউন্সিলরদের উপহার দিয়ে থাকি, এবারও ব্যতিক্রম হচ্ছে না।’

লাখ টাকার চেক ও ল্যাপটপসহ পুরো এজিএম আয়োজনে নিশ্চিতভাবে বড় অঙ্কের ব্যয় হবে বিসিবির, যেটি ২ কোটি টাকার নিচে হওয়ার কথা নয়। বিসিবি সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৭ সালের এজিএমে বিসিবির ব্যয় ছিল ১ কোটি ৪০ লাখ টাকা।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর