উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালাল ইরান

আপডেট: September 1, 2021 |

মেরসাদ-১৬ নামে একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে ইরান। মঙ্গলবার কাভিরে মারকাজি মরুভূমিতে এ পরীক্ষা সম্পন্ন হয়। প্রতিরক্ষা ব্যবস্থাটি পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়।

ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাবিষয়ক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ ইউসুফি খুশকালব জানান, নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থাটি নির্মাণ করা হয়েছে। ইরানি বিশেষজ্ঞদের বানানো এই প্রতিরক্ষা ব্যবস্থাটি ইলেক্ট্রনিক যুদ্ধ মোকাবিলার পাশাপাশি একই সময়ে কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।

মোহাম্মাদ ইউসুফি খুশকালব আরও বলেন, নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি নিচু দিয়ে উড়ে যাওয়া উচ্চ গতির নানা মডেলের ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে।

এ ছাড়া খুব শিগগিরই অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া লক্ষ্যবস্তু মুহূর্তের মধ্যে চিহ্নিত করে তা ধ্বংস করার ক্ষমতাসম্পন্ন সংস্করণ উন্মোচন করা হবে বলে জানিয়েছেন তিনি। খবর পার্স টুডের

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর