সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দু:খের ,ভারতের জন্য লজ্জার : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: September 6, 2021 |

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দু:খের , ভারতের জন্য লজ্জার ।

লন্ডনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। সোমবার (০৬ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রচারিত হয়।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, তালিবানের নীতি এবং আচরণের ওপর নির্ভর করবে বাংলাদেশ তাদের স্বীকৃতি দেবে কিনা।

এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসনে স্থবিরতা নিয়ে বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থতা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা সত্যি যে গত চার বছরে একজন রোহিঙ্গাও ফিরে যায়নি।” এর জন্য তিনি মিয়ানমারের ওপর আন্তর্জাতিক কোনো চাপ না থাকাকেই প্রধানত দায়ী করেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর