দারিদ্র্যসীমার নিচে নামবে ৯৭ শতাংশ আফগান : জাতিসংঘ

আপডেট: September 10, 2021 |

জাতিসংঘ সতর্ক করে বলেছে যে, আফগানিস্তানের জনসংখ্যার প্রায় ৯৭ শতাংশ দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে, যদি না দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সমাধান না করা হয়।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বলেছে, আফগানিস্তানের প্রকৃত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সংকোচনের ফলে দারিদ্র্যের হার ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। দেশের অর্ধেক মানুষের ইতোমধ্যে মানবিক সহায়তা প্রয়োজন।

আফগানিস্তানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি আবদুল্লাহ আল দারদারি আল-জাজিরাকে বলেন, ‘বাজেটে ধাক্কা আছে, রিজার্ভে ধাক্কা আছে। দেশের বাইরে সংরক্ষিত ৯০০ কোটি মার্কিন ডলারের রিজার্ভ যদি পুরোপুরি আটকে রাখা হয়, তাহলে আফগানিস্তানে বাণিজ্যে ধাক্কা আসবে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক; উভয় বাণিজ্যেই ধাক্কা আসবে।’

তিনি আর বলেন, ‘কোনো দেশে এই (আফগানিস্তানের মতো) পরিস্থিতি সৃষ্টি হলে বিশ্ব ব্যাংক, আইএমএফ-সহ দ্বিপাক্ষিক ও বহু-পাক্ষিক আর্থিক প্রতিষ্ঠান জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে একত্রিত হয় এবং অর্থনৈতিক সংস্কারের জন্য একটি রূপরেখার প্রস্তাব করে। কিন্তু আফগানিস্তানে এমন কিছু হবে না।’

সূত্র : আল-জাজিরা

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর