গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

আপডেট: September 11, 2021 |
print news

ফিলিস্তিনের গাজায় শুক্রবার সন্ধ্যায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের বেশ কয়েকটি যুদ্ধবিমান গাজার কয়েকটি স্থানে ওই বোমা হামলা চালায়।

হামাসের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েল। ইহুদিবাদী দেশটি আরও দাবি করেছে, হামাসের রকেট হামলার প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া ইসরায়েল দাবি করেছে, গত সপ্তাহে দেশটির কারাগার থেকে পলাতক ৬ ফিলিস্তিনি বন্দির মধ্যে দুজনকে আটক করা হয়েছে।

আটক দুই কারাগার পলাতক বন্দির নাম জাকারিয়া জুবেইদি এবং মাহমুদ আল-আরিদা। তারা ইসলামিক জিহাদ গ্রুপের সদস্য। খবর আল জাজিরা

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর