বরিশালে ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে

আপডেট: September 15, 2021 |
print news

অতিরিক্ত পাথরে বোঝাই একটি ট্রাকের চাপে ধসে পড়েছে বরিশাল-বানারীপাড়া সড়কের মাধপাশা খালের ওপর নির্মিত বেইলি ব্রিজটি। এতে ব্রিজটির দুই পাশের এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দুর্ঘটনার ফলে সেতুর দুই পাড়ে যানবাহন আটকা পড়েছে। খালটি পারাপারে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছে সড়কে চলাচলরত মানুষ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, আজ বুধবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অতিরিক্ত পাথরবোঝাই ট্রাক উঠলেই ধসে পড়ে ব্রিজটি। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর