সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে রাশিয়া গেলেন সিইসি

আপডেট: September 16, 2021 |

রাশিয়ার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশটিতে সাত দিনের সফরে গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছেন একান্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম।

ইসির যুগ্ম সচিব মো. আবুল কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সিইসি ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এর পর অন্যান্য কাজ সেরে দেশে ফিরবেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর