এমপি একরামুল চৌধুরী হাসপাতালে ভর্তি

আপডেট: September 17, 2021 |
print news

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন।

আজ (শুক্রবার, ১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সন্ধ্যার দিকে খাবারের অনিয়মের কারণে বাবার শারীরিক দুর্বলতা বেড়ে যায়।

জরুরিভাবে তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবা এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।

একরামুল করিম চৌধুরীর চাচাতো ভাই এমরানুর রহমান চৌধুরী বলেন, এর আগে শারীরিক দুর্বলতার কারণে ২৯ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কিছুটা ভালো আছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর