জরিপে বলসোনারোর চেয়ে এগিয়ে লুলা

আপডেট: September 18, 2021 |
print news

ভোটারদের অগ্রাধিকারের বিষয়ে করা জনমত জরিপে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারোর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। গবেষণা প্রতিষ্ঠান Datafolha গতকাল শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে।

২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন লুলা। বামপন্থী এ রাজনীতিবিদ দেশটির ওয়ার্কার্স পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ব্রাজিলের সবচেয়ে রাজনীতিবিদদের একজন এবং ক্ষমতায় থাকাকালে বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতার তালিকায় শীর্ষে ছিলেন।

২০১৭ সালে লুলার বিরুদ্ধে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ আনা হয়। এরপর গ্রেফতার হয়ে ৫৮০ দিন কারাগারে ছিলেন। তার রাজনীতি করার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। ২০১৮ সালে নির্বাচনে লড়তে গিয়েও পারেননি। নতুন রায়ে বলা হয়েছে, পূর্বের বিচারক পক্ষপাতদুষ্ট হয়ে লুলাকে সাজা দিয়েছিলেন। অবশেষে ২০২২ সালে নির্বাচনের ময়দানে নামছেন লুলা।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর