ইয়াঙ্গুনের কাছে সামরিক গাড়িবহরে বোমা হামলা

আপডেট: September 20, 2021 |
print news

মিয়ানমারে ইয়াঙ্গুনের কাছে জান্তাবিরোধীদের বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর বেশ কজন নিহত হয়েছে। সামরিক ও গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে এএফপি এ কথা জানায়।

দক্ষিণ-পূর্ব এশীয় এই দেশটিতে গত ফেব্রয়ারিতে এক রক্তাক্ত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারের পতনের পর থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাপক গণআন্দোলন ছড়িয়ে পড়ায় সেখানে অশান্তি বিরাজ করছে।

মিয়ানমার জুড়ে বিভিন্ন জনপদ তথাকথিত ‘জনগণের গ্রতিরক্ষা’ বাহিনী গঠন করে জান্তার বিরুদ্ধে লড়াাই করে যাচ্ছে। বেশিরভাগ সংঘর্ষ গ্রামাঞ্চলে ঘটেছে বলে জানা যায়।

জান্তা শনিবার এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা বাহিনী শুক্রবার মিায়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনের উপশহর খায়ানের উপর দিয়ে যাওয়ার সময় তারা একটি বাড়িতে তৈরি বোমা হামলার শিকার হয়।

এই মাসের শুরুর দিকে বেশিরভাগ সুচির ক্ষমতাচ্যুত দলের সঙ্গে সংশ্লিষ্ট আইনপ্রণেতাদের নিয়ে একটি ‘জাতীয় ঐকমত্যের সরকার গঠিত হয়। তারা ‘জনগণের প্রতি প্রতিরক্ষামূলক যুদ্ধের আহ্বান জানায়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর